Skip to main content

How Many Words Do Dogs Know?

Can You say 'I love you' to your dog? Any dog can earn a gold star in vocabulary. Try o read this dog post here.

কুকুর (Dog) খুব আজব প্রাণী (Animal)। এটি sit, walk, ball এই তিনটি শব্দ কুকুর বুঝতে পারে। কুকুরকে এ শব্দগুলো বলা হলে তারা সাড়া (Response) দেয়। অবাক হবার জন্য এটাই বা কম কি?
গবেষকরা আমাদের আরো অবাক করে দিয়ে জানিয়েছেন যে, কুকুর জানে আরো অনেক  অনেক শব্দ। প্রায় ১৫০ টি। অনেকে বলেন, এটি ১৬৫টির বেশি।




জানা গেছে যে, কুকুর dinner শব্দটিও বুঝে। sit, walk এর পাশাপাশি কুকুর বুঝতে পারে car শব্দটির অর্থও। এর কারণ হলো কুকুর সেই শব্দগুলো মনে রাখে যেগুলো বস্তুবাচক।
কুকুরকে আমি তোমাকে ভালবাসি (I love you) বললে সে বুঝতে পারে না। কিন্তু যদি বলেন, treat. সে বুঝতে পারে।
The domestic dog is a member of genus Canis (canines) that forms part of the wolf-like canids


(ব্যায়াম) exercise শব্দটি কেন কুকুর মনে রাখে না বরং walk বললে সে ব্যায়ামের কাজটিই কেন করে বলতে পারবেন? কুকুর আসলে শক্ত শব্দগুলোই সহজে মনে রাখতে পারে। এবং যেসব শব্দ একটি অক্ষর এর সেগুলো।

কুকুর যেসব শব্দ বুঝতে পারে তা কি আমরা বুঝতে পারি? চলুন বুঝে নেই সেইসব।

sit=বসা
walk=হাঁটা 
ball=বল 
dinner=রাতের খাবার 
car=গাড়ি 
treat=খাবার দেওয়া

এ শব্দগুলোর এমন অর্থ আমরা জানি। কিন্তু কুকুরের কাছে শব্দগুলো আরো বেশি কিছু।
তারা বুঝে-

sit=বসো
walk=দৌড়াও
ball=বল খেলো
dinner=রাতের খাবারের সময় হলো
car=গাড়িতে ঢুকো 
treat=কাজটি করলে হাড্ডি খেতে দেবো

মনে রাখবেন কুকুরের সঙ্গে শব্দগুলো বারবার না বললে এবং সেই বস্তুটি না দেখালে সে তা বুঝবে না। অর্থাৎ শিখতে পারবে না। আপনি চাইলে আরো অনেক শব্দই শেখাতে পারেন কুকুরকে।

Comments

Popular posts from this blog

Asking for Details---বিস্তারিত জানতে চাওয়া---Bistarito Jante chawa

Wh- Questions can be used to ask for more information:--- আরো তথ্যের জন্য ’কী’ ’কীভাবে’ এবং ’কোথায়’ জাতীয় প্রশ্ন ব্যাবহৃত হয়।---Aro totther jonno ‘ki’, ‘kivabe’ ebong ‘kothay’ jatiyo proshno beborito hoy. What did you do over the weekend?--- সপ্তাহান্তজুড়ে তুমি কী করলে?---Soptahanto jure tumi ki korle? Where did you go for Spring Break?--- বসন্তের ছুটিতে তুমি কোথায় গিয়েছিলে?---Bosonter chhutite tumi kothay giyechhile? How was your trip?--- তোমার ভ্রমণ কেমন ছিল?---Tomar vromon kemon chhilo? When did you get back?--- তুমি কখন ফিরলে?---Tumi kokhon firle? What kind of things did you see?--- কী ধরণের জিনিস তুমি দেখলে?---Ki dhoroner jinis tumi dekhle?

Encouraging Words---উৎসাহপূর্ণ কথা---Utsahopurno kotha

Encouraging Words--- উৎসাহপূর্ণ কথা---Utsahopurno kotha Expressing Goodwill--- শুভকামনা প্রকাশ---Shuvokamona prokash . . .when someone is arriving--- যখন কেউ আসে...Jokhon keu ase Welcome--- স্বাগতম---Sagotom Welcome back!--- ফিরে আসার জন্য স্বাগতম---Fire asar jonno sagotom Come in.--- ভেতরে আসুন---Vetore asun It's good to meet you. --- তোমাকে দেখে ভাল লাগছে---Tomake dekhe valo lagchhe (first time only)---( প্রথমবার শুধু)---(Prothombar shudhu) It's good to see you again. --- তোমাকে আবার দেখতে পেয়ে ভাল লাগছে---Tomake abar dekhte peye valo lagchhe (after the first time)---( প্রথম বারের পর )---(Prothom barer por)